সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫।

ঘন কুয়াশায় ৯ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু।

ফিরোজ আহম্মেদ, রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
ঘন কুয়াশায় ৯ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু।

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা সাময়িক বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত  ১২ টা থেকে বুধবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর জন্য দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে যানবাহনের লম্বা লাইন তৈরী হয়। এতে দুর্ভোগে পড়েন আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী এবং চালকেরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত ১২টার দিকে অতি মাত্রায় কুয়াশার ঘনত্ব বাড়ায় নৌদূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর কুয়াশার ঘনত্ব কমে এলে ৯ ঘন্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ৯ টায় পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া প্রান্তে দেখা যায়, ফেরি ঘাট এলাকায় ৩ শতাধিক ঢাকামুখী গাড়ি নদী পাড়ি দিতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার লম্বা লাইনে অপেক্ষা করছে। শীত ও কুয়াশায় আটকে থাকা যানবাহনের যাত্রীরা গাড়িতেই বসে আছেন। অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের ষ্টলে ভিড় করছেন। অনেকে গাড়ি থেকে নেমে হেটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন। ফেরি ঘাটের সংযোগ সড়কসহ পন্টুনে কিছু গাড়ির সাথে বেশকিছু যাত্রী কখন ফেরিতে উঠবে সে জন্য অপেক্ষা করছেন।

কথা হয় ৭ নম্বর ফেরিঘাটে নদী পার হতে আসা সাইফুল ইসলামের সাথে। তিনি বলেন,  আমার গাড়িটা ফেরিঘাট থেকে এখনও প্রায় ২ কিলোমিটার দূরে রয়েছে। তাকে দ্রুত ঢাকা যেতে হবে। তাই ঝুকি নিয়েই এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছেন ট্রলারে করে নদী পারি দিবেন।

এদিকে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনগুলোকে সকাল ৯টার দিকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। রিকশা, অটোরিকশা  ও ভ্যানে করে জরুরি কাজে ছুটে চলা মানুষদেরকে যবুথবু অবস্থায় বসে চলাচল করতে দেখা যায়।

দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে সকাল ১০ টার দিকে রো রো ফেরি ‘গোলাম মওলা’ থেকে নামছিলেন সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস । এসময় বাসের মধ্যে আলাপকালে সুপারভাইজার বাপ্পি জানান, তারা ঢাকা থেকে থেকে রাত ১০ টায় সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা করে। রাত ১২ টার কিছু সময় আগে পাটুরিয়া ঘাটে এসে পৌছায়। রাত ১২ টার দিকে ফেরি বন্ধের খবর জানতে পারেন তিনি। তখন থেকে পরদিন সকাল ৯ টা পর্যন্ত গাড়িতেই । রাত ১ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ফেরিতেই বসে থাকতে হয় তাদের। তাদের বেলা ৯ টার মধ্যে সাতক্ষিরা  পৌছানোর কথা থাকলেও তারা আজ দুপুরের পর পৌছাবে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে ঘাটে ফেরিগুলো নোঙর করে ছিল। কুয়াশায় ফেরি বন্ধের ৯ ঘন্টা পর সকাল ৯ টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে যায়। ফেরি বন্ধের কারনে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে ২ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে ছিলো। বেলা বাড়ার সাথে সাথে সিরিয়াল থাকবে না বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102