রামপালে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
বাগেরহাট জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়ের দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, জনাব এস আই (নিঃ) বিপ্লব রায়ের নেতৃত্বে ০৮/১২/২০২৪ তারিখ রাত্র ২১.০০ ঘটিকায় এস আই( নিঃ) সৈকত রায়, এস আই(নিঃ) টুটুল হোসন, এএসআই(নিঃ) পলাশ মৈত্র, এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় রামপাল থানাধীন কাটামারী গ্রামস্থ গোনা ব্রীজ সংলগ্ন জনৈক লিংকন কবিরাজের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ শফিকুল জমাদ্দার (৩৫), পিতা- জালাল জমাদ্দার, মাতা- পারুল বেগম, সাং- কাপালীর মেট (বুড়িরডাঙ্গা), থানা- রামপাল, জেলা- বাগেরহাট, আসামী ২। খোকন হাওলাদার (৫০), পিতা- মোঃ হাকিম হাওলাদার, মাতা- লালু বেগম, সাং- ফুলহাতা, থানা- মোড়েলগঞ্জ, জেলা- বাগেরহাট এর সাথে থাকা কালো ও ব্লু রংয়ের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ০৪ টি প্যাকেটে ০১ কেজি করে মোট ০৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন। এই সংক্রান্তে এসআই (নিঃ)/মোঃ টুটুল হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করিলে রামপাল থানার মামলা নং-০৪, তাং-০৯/১২/২০২৪ খ্রিঃ, ধারা-২০২৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু হয়।