ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তারাকান্দায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০২৪ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সকাল ৮:৩০ মিনিটে জাতীয় পতাকা, দুদকের পতাকা ও ফেস্টুন -বেলুন উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। ৯:৩০ মিনিটে সকল সরকারি দপ্তরের ও রাষ্ট্রায়াত্ব সংস্থার প্রতিনিধি, সকল কর্মকর্তা – কর্মচারী, দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিএনসিসি, গার্ল গাইডস, স্কাউট সদস্যবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের নিয়ে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ‘গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ
হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
”দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” আলোচনা সভা সকাল ১০ টায় শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ্ব কামরুজ্জামান সরকার ফুল মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল মালেক আর্মি, উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দা তামান্না হুরায়রা,কৃষি কর্মকর্তা অনুরমা কাঞ্চি সুপ্রভা শাওন, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলম,প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম, সমবায় কর্মকর্তা আঃ গফুর, বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম, আব্দুল মোতালেব,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান গনসহ নানা শ্রেণী পেশার মানুষ।
সন্ধ্যা ৬:৩০ মিনিটে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে কর্মসূচী আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘটে।