সোমবার(৯ ডিসেম্বর) বিকেলে রামপালে উপজেলার হুড়কা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ৩১ দফার প্রস্তাবনা বিতরণ ও সমাজে সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশে ঝলমূলিয়া দীঘির পাড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।
তিনি আরো বলেন, এদেশের গণমানুষের দল বিএনপি, কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন তারেক রহমান। অচিরেই তিনি বাংলাদেশে বীরের বেশে আসবেন। এদেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার ছিল-আমরা সমাজে আর কোথাও বৈষম্য দেখতে চাইনা। হাসিনা সরকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে রাষ্ট্রীয় ভাতা ভোগ করিয়েছে। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন চাই এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাই। আমাদের কোমলমতি ছাত্রদের রক্তের ঋণ শোধ করতে হবে। সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে নিরাপদ। হিন্দু ভাইদের যদি কেউ নির্যাতন করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থ গ্রহণ করা হবে। গত ১৭ বছর আমাদের অসংখ্য নেতা-কর্মীদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। গোটা বাগেরহাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। ২৪শের আন্দোলনে ছাত্রদের ত্যাগ ইতিহাসে স্থান করে নিয়েছে। আগামীতে তারেক রহমান একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও একটি বৈষম্যহীন সমাজ আমাদের উপহার দিবেন। আগামী ৩ মাসের মাধ্যে সম্মেলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান এই বিএনপি নেতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোক্তাদির, প্রদীপ কুমার মণ্ডল, হাওলাদার রফিকুল ইসলাম, আরাফাত হোসেন, লাভলু ফকির, অধ্যাপক মনিরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, ইসমাইল মোল্লা খোকম, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ। সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।