বাগেরহাট রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রোগ্রাম ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ ও প্রচারাভিযান -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ই ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রামপাল এরিয়া প্রোগ্রাম’র আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার জনাব মারুফা বেগম নেলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জনাব কানিজ ফাতেমা শেফা।
এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, ঈশিতা বৈরাগী, শিউলী কস্তা, পল্টন বিশ্বাস, , এলিস মন্ডল প্রমুখ।
এসময় ভিডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, সরকারী/বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতা মাতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন:-একটি সুন্দর সমাজ গঠন করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। নারীদেরকে সরকারি বেসরকারী সব জায়গায় সমান অধিকার দিতে হবে। কোথাও বৈষম্য দেখলে সবাই একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।