চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বোয়ালখালী উপজেলার সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার একরামুল হক (২৯) বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী গ্রামের বাসিন্দা। নগরীর এক কিলোমিটার এলাকায় তাদের বাসা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানান, একরামুলের বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিস্ফোরক আইনে একটি মামলা আছে। ওই মামলায় মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।