২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফরম পূরণের ফি বাড়ানো হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগে পরীক্ষার্থীদের ফি গত বছরের তুলনায় ১০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
ফরম পূরণ কার্যক্রম আগামী রোববার (১ ডিসেম্বর) শুরু হয়ে চলবে সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে হবে এই সময়ের মধ্যে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ মঙ্গলবার (১০ ডিসেম্বর)।
ফি কাঠামো:
– বিজ্ঞান বিভাগ: সর্বোচ্চ ফি ২,২৪০ টাকা (গত বছর ছিল ২,১৪০ টাকা)।
– মানবিক ও বাণিজ্য বিভাগ: সর্বোচ্চ ফি ২,১২০ টাকা (গত বছর ছিল ২,০২০ টাকা)।
এই ফি-র মধ্যে ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফিও অন্তর্ভুক্ত রয়েছে।
বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ:
যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারবে না, তারা ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ রোববার (১৫ ডিসেম্বর)।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, নবম ও দশম শ্রেণি মিলিয়ে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না।
উল্লেখ্য, বোর্ডগুলোর অধীনে সব বিভাগের জন্য এই ফি কাঠামো প্রযোজ্য হবে।