সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকাল ৪টা থেকে বিভিন্ন রাস্তায় যানজট দেখা যায়।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট কেন্দ্র করে বনানীর রাস্তায় গাড়ির জটলা বাধায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
কনসার্ট উপলক্ষে শুক্রবার দুপুরের পর আর্মি স্টেডিয়ামের গেট খোলা হয়। যদিও তার আগেই স্টেডিয়ামের আশপাশে ভিড় জমাতে শুরু করে শ্রোতারা।
কনসার্ট শুরুর আগে থেকেই স্টেডিয়ামের বাইরে দর্শকের সারি দীর্ঘ হতে থাকে। ফুটপাত ছেড়ে প্রধান সড়ক দর্শকের দখলে চলে যায়। এতে যানবাহন চলাচলে বাধা সৃস্টি হয়।
শুকবার বিকাল সাড়ে চারটার পর আর্মি স্টেডিয়াম থেকে মহাখালী, বনানী ও বিমানবন্দর সড়কের দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে ছিল বলে জানান যাত্রীরা। আর এর প্রভাব পড়েছে কুড়িল ফ্লাইওভার হয়ে ৩০০ ফিট সড়ক পর্যন্ত।
ট্রাফিক পুলিশের সূত্রে জানা গেছে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টের জন্য আর্মি স্টেডিয়ামের ভেতরে জমজমাট করা হলেও বাইরে চরম অব্যবস্থাপনা। এমনকি দর্শকের কথা বিবেচনা করে প্রবেশ ও বাহিরের পথগুলো বাড়ানো হয়নি। যে যার মতো গাড়ি পার্কিং করায় রাস্তার দুই পাশে এমন তীব্র যানজট সৃস্টি হয়েছে।
গুলশান বিভাগের ট্রাফিক ও পুলিশের ক্রাইম বিভাগের সদস্যরা সমন্বয় করে যানজট নিরসনে কাজ করছেন।