পার্বত্য খাগড়াছড়িতে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় রামগড় তথ্য অফিসের আয়োজনে, গুইমারা সরকারি কলেজে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন,গনযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন,রামগড় সহকারী তথ্য অফিসার খন্দকার তৌগিদ।
উপস্থিত ছিলেন,গুইমারা সরকারি কলেজের প্রভাষক এবং গুইমারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,৫২ এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি।৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে।তরুণরাই আগামীর দিক নির্দেশক।গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলো না,তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে।তাঁরা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে।তারুণ্যের শক্তিতে জেগে উঠেছে বাংলাদেশ।অপার এ সম্ভাবনাকে কাছে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
গুণগতমানের গভেষণা নির্ভর,প্রযুক্তি নির্ভর শিক্ষা গ্রহনের মাধ্যমে তারণ্যকে সমৃদ্ধ হতে হবে।সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে।সততা,দায়িত্বশীলতা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারুণ্য আমাদের দেশকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার কাংখিত গন্তব্যে নিয়ে যাবে।
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন আর বৈষম্য তৈরি না হয়,সেই লক্ষে তারুণ্যনির্ভর উন্নত,সমৃদ্ধ,বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সকল তরুণ্যদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।