ইসকন নিষিদ্ধের দাবিতে রামগতিতে বিক্ষোভ।
রামগতিতে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম রামগতি উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
মঙ্গলবার প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহমানিয়া জামে মসজিদ মিলনায়তনে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম রামগতি উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদ জামে মসজিদ খতিব মাওলানা রিদওয়ান আহমদ, সম্পাদক মাওলানা আতাহার আলী, সহসাধারণ সম্পাদক হাজীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইফতেখার আহমদ, সহসম্পাদক মাওলানা ইয়াকুব শরীফ, দোয়া মুনাজাত করেন মোহতামিম মাওলানা দিদার হোসাইন।