চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁদের ওপর অ্যাসিড নিক্ষেপও করা হয়েছে। হামলায় যৌথ বাহিনীর অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয় পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার হাজারি গলি এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে।
হাজারি গলির কয়েকজন দোকানমালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইসকন নিয়ে ঢাকার এক সাংবাদিক সম্প্রতি নেতিবাচক মন্তব্য করেন। সেই মন্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করেন হাজারি গলির এক ব্যবসায়ী। ওই পোস্টকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় একদল সনাতন ধর্মাবলম্বী ওই ব্যবসায়ীর দোকান ভাঙচুর করেন। একই সঙ্গে পোস্টকারী যুবককে তাঁরা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা ওই যুবকের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী এগিয়ে গেলে তাদের ওপরও হামলা হয়। এতে ১০ জন আহত হন। পরে কোতোয়ালি ও পাঁচলাইশ থানা-পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, পোস্টকারীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী এগিয়ে গেলে তাদের ওপর হামলা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক হয়েছে।