সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান-সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে তামান্না।

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
তারাকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান-সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।

আজ ৩ নভেম্বর (রোববার) দুপুরে তারাকান্দা থানা ও বাসস্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরসহ শহীদ মিনারের পিছনর মূলবাজারে প্রবেশের রাস্তা (ময়মনসিংহ-হালুয়াঘাট) মহা সড়কের আঞ্চলিক সড়কের দু’পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা স্থানীয় সাংবাদিকদের  বলেন-সুনির্দিষ্ট অভিযোগ ও রুটিন উচ্ছেদ অভিযানসহ যানজট নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ফুলপুর সড়ক উপবিভাগ,সড়ক ও জনপথ বিভাগ-ময়মনসিংহের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন-তারাকান্দা থানা এলাকাসহ,বাসস্টেশন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ভূমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা এবং দোকানপাট উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয়েছে।এটি রুটিন উচ্ছেদ অভিযানের অংশ বলে তিনি জানান।

তারাকান্দায় অভিযান পরিচালনার সময় থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পালের নেতৃত্বে থানা পুলিশের সদস্যগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102