“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ”
এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হল।
শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন, সমবয় দপ্তর ও স্হানীয় সমবয়বৃন্দ, গোদাগাড়ীর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে গোদাগাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম এসে শেষ হয়। এরপর জতীয় ও সমবয় পতাকা উত্তোলন করা হয়। এ আনুষ্ঠানিকতা শেষে মাও: মোঃ শরিফুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জিগারর হাসরত, উপজেলা সমবয় অফিসার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হায়াত, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুল ইসলাম , সহকারী কমিশনার (ভূমি), গোদাগাড়ী, মোঃ সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা,
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে ।
সকলকে একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।