সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

”দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত।

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

”দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাতীয় যুব দিবস ১ নভেম্বর (শুক্রবার)  সকাল  ১০ টায় উপজেলা ভবন হলরুমে ”দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে তারাকান্দায় জাতীয় যুব দিবস পালিত।
দিবসটি যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কতৃক গৃহীত বিভিন্ন কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় পলিত হয়। সকাল ১০টার দিকে উপজেলা প্রাঙ্গণে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে হলরুম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা।
উপজেলা যুব কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় শপথ পাঠ শেষে তিনি স্বাগত বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দক্ষ যুব সমাজ গড়তে যুব উন্নয়ন অধিদফতর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, যুব উদ্যোক্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সফল আত্মকর্মী, প্রশিক্ষিত যুব, যুব সংগঠক, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ, যুব ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ, যাতায়াত ভাতা বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান, সমবায় অফিসার আঃ গফুর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন ভুইঁয়া।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102