ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রবীণ সাংবাদিক স্বপন কুমার ভদ্র এর খুনিদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) ময়মনসিংহ – শেরপুর সড়কের তারাকান্দা বাসস্ট্যান্ডে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,ফ্যাসীবাদ রাজনৈতিক দলের নেতাদের সাধারণ মানুষের ওপর হামলা, দখল ও অত্যাচারের বিরুদ্ধে কলম ধরলেই সাংবাদিকদের ওপর চালানো হচ্ছে সন্ত্রাসী হামলা দিনের পর দিন। দেশের আইন যেনো সে সময় ঘুমিয়ে থাকে। অদৃশ্য শক্তির কারণে সাংবাদিক স্বপন ভদ্র খুন হয়। স্বপন ভদ্র মাদক কারবারিদের বিরুদ্ধে সরব ছিলেন। সে জন্য পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে খুন করা হতে পাড়ে। এর পিছনে যাদের -ই- হাত আছে, জড়িত তাদের -ই- দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
ক্ষুব্ধ সাংবাদিকদের মাঝে আরোও বক্তব্য রাখেন, তৌকির আহমেদ শাহীন ( দৈনিক জনতা), সাংবাদিক রফিক বিশ্বাস (দৈনিক মানবজমিন), নাজিম উদ্দীন (দৈনিক যুগান্তর) , নাজমুল হক ( দৈনিক আমাদের সময়), এনামুল হক (দৈনিক খোলা কলম প্রতিদিন), আবু সাঈদ (দৈনিক ভোরের অপেক্ষা), মাসুদ রানা( দৈনিক খবরপত্র), প্রভাষক জাহাঙ্গীর আলম ( দৈনিক ভোরের চেতনা) সাবেক সেনা কর্মকতা আব্দুল মালেক আর্মি প্রমূখ।
উল্লেখ্য যে, গত শনিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় দিকে নিজ বাড়ির সামনে খুনিরা সাংবাদিক স্বপন ভদ্রকে কু*পি*য়ে হ*ত্যা করে।