মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

আখাউড়ায় ভারতীয় নাগরিক মা-ছেলে আটক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আখাউড়ায় ভারতীয় নাগরিক মা-ছেলে আটক।

অবৈধ অনুপ্রবেশের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা সম্পর্কে মা-ছেলে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার কমলপুর থানার মানিক ভান্ডার এলাকার জহর লাল দাসের স্ত্রী পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাস (১৮)।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজের পাঠানো এক বার্তায় উল্লেখ করেন, ফকিরমোড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে। তারা বাংলাদেশি মানব পাচারকারী দালাল তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়ার সহযোগিতায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এক সপ্তাহ আগে ভারতের মানব পাচারকারী দালাল মানিক দাসের সহযোগিতায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা কিশোরগঞ্জ জেলায় তার (পান্না রানীর) শ্বশুরবাড়িতে অবস্থান করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102