বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

রাজশাহী সীমান্ত থেকে ২ জেলেকে তুলে নিয়েছে বিএসএফ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

রাজশাহী সীমান্ত থেকে ২ জেলেকে তুলে নিয়েছে বিএসএফ।

রাজশাহী চারঘাট সীমান্ত এলাকায় পদ্মা নদীর মধ্যবর্তী জলসীমা থেকে ২ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে বিএসএফ।

গত ২ অক্টোবর ঐ দুই জেলেসহ মোট চারজন জেলে একই নৌকায় মধ্য পদ্মায় মাছ ধরাকালীন প্রবল স্রোতে ভারতীয় সীমারেখার অভ্যন্তরে কয়েকশ গজের মধ্যে ঢুকে গেলে দুইজন সাতরে চলে আসে এবং বাকি দুইজনকে বিএসএফ ৭৩ ব্যাটেলিয়নের একটি দল তুলে নিয়ে যায়।

চারঘাটের চক মুক্তাপুর গ্রামের বাসিন্দা মানিক উদ্দীন শেখ এবং মোফাজ্জল হোসেন শেখ হলেন বিএসএফ কতৃক অপহৃত ঐ দুই জেলে।

ঘটনাটি ২ অক্টোবর ঘটলেও ব্যাপারটি সামনে আসলো শুক্রবার। যখন চারঘাটের ইউসুফপুর সীমান্তে ২ ভারতীয় নাগরিককে আটক নিয়ে আলোচনা তুঙ্গে।

তুলে নেয়ার পর দুই জেলেকে মুর্শিদাবাদের সাগরপাড়া থানায় হস্তান্তর এবং পরে লালাবাগ কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় একটি মীমাংসায় পৌছাতে বিজিবির তরফ থেকে বিএসএফের প্রতি একটি পতাকা বৈঠকের প্রস্তাব করা হলে বিএসএফ তাতে সাড়া দেয়নি বলে জানিয়েছেন রাজশাহী -১ ব্যাটেলিয়নের অধিনায়ক কর্ণেল মতিউল ইসলাম মন্ডল।

এ অবস্থায় পদ্মার বাংলাদেশ অংশে বিজিবির টহল জোরালো হলেও জেলেরা আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না। অনেক জেলেরাই ভয়ে পদ্মায় নামছেন না মাছ আহরণের জন্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102