বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :

তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী।

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী।

তুমুল গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটে। এরপর সহিংস পরিস্থিতিতে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যান। ধারাবাহিকভাবেই তারা কর্মস্থলে অনুপস্থিত থাকছেন।

৪ নং গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার অদ্য অবদী পরিষদে অনুপস্থিত। দেখা মিলছেনা ইউনিয়ন সহ পরিষদের কোথাও। এতে জনগণসহ বেকায়দায় ইউপি সকল সদস্যগন ।

আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রহমান তালুকদারের দেখা না মিলায় দিনের পর দিন, মাসের পর মাস জনসেবা ব্যাহত রেখেছেন। ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

তারই ধারাবাহিকতা ৪ নং গালাগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাদের গোপন ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সবোর্চ্চ ভোট পেয়ে গালাগাঁও ইউনিয়ন পরিষদের ১ম প্যানেল থেকে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন ৪ নং গালাগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত ইউপি সদস্য ইয়াছিন আলী মেম্বার ।

প্যানেল চেয়ারম্যান -২ পদে ১নং ওয়ার্ডের মেম্বার বাদশা মিয়া প্যানেল চেয়ারম্যান-২ পদে নির্বাচিত হয়েছেন। ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আঞ্জুমান- আরা খাতুন প্যানেল চেয়ারম্যান -৩ পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের নাম ঘোষণা করেন ৪ নং গালাগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইদুল হক।

প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইয়াছিন আলী বলেন, এলাকার জনগন যে আশা নিয়ে তাকে মেম্বার নির্বাচিত করেছেন তিনি জনগনের সেই আশা বাস্তবায়নে কাজ করছেন। গালাঁগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সমথর্নে রয়েছেন মোঃ মোখলেছুর রহমান মেম্বর (৯ নং ওয়ার্ড), মোঃ রপন মিয়া (৮ নং ওয়ার্ড), মোঃ বাদশা মিয়া (১ নং ওয়ার্ড), মোঃ হারেছ উদ্দিন (৩ নং ওয়ার্ড), মোঃ আনোয়ার হোসেন (৪ নং ওয়ার্ড), মোঃ মারুফ হাসান( ২ নং ওয়ার্ড), আঞ্জুমান আরা খাতুন( ৪,৫,৬ নং ওয়ার্ড), মোসাঃ দেলোয়ার খাতুন (৭,৮,৯ নং ওয়ার্ড) এবং ইয়াছিন আলী মেম্বার (৭ নং ওয়ার্ড)।

এদিকে গত ১৪ বছর ধরে মোঃ ইয়াছিন আলী মেম্বার গালাঁগাও ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। বর্তমান প্যানেলে ইয়াছিন আলী মেম্বার গালাঁগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর অনেকেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গেছে উল্লেখ করে ইয়াছিন আলী তাকে প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচিত করার জন্য গালাঁগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার ও সকল ইউপি সদস্য এবং গালাগাঁও বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইয়াছিন আলী মেম্বার কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন আমি সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশী এবং কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102