প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহের তারাকান্দা বাজার বণিক সমিতির নির্বাচন। পোস্টারে ছেয়ে গেছে বাজারের অলিগলি। এ মুহূর্তে সবখানেই আলোচনা হচ্ছে তারাকান্দা বাজার বণিক সমিতির নির্বাচন নিয়ে।
রবিবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত নির্বাচনে ৯টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঐতিহ্যবাহী তারাকান্দা বাজার ব্যবসায়ী বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্হাপনা কমিটির নির্বাচনে সারা বাজার পাড়ায় মহল্লায় মহা সড়কে প্রার্থীদের উপচে ভরা পোস্টার ফেস্টুনে একাকার। উৎসবমুখর পরিবেশ প্রতিদ্বন্দ্বিতা করছেন সকল ভোটপ্রত্যাশী প্রার্থী। এমন পরিবেশে ভোটারা খুব খুশী। ভোটাররা বলছেন অতীতের যেকোন নির্বাচন পরিবেশের চেয়ে এবারের ভোটের পরিবেশ ঈদের মত মনে হচ্ছে আমাদের কাছে।
উপজেলা তারাকান্দা সমবায় কর্মকর্তা রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি মুহাম্মদ আবদুল গফুর। সহকারী পরিদর্শক হিসাবে আরও দুজন রয়েছেন , তারা হলেন মোঃ গোলাম মাওলা ও মোঃ সাইফুল ইসলাম।
ভোটগ্রহণ কারী কমকর্তা ৪ জন ( পরিদর্শক) মোঃ কামরুল হাসান, একে এম হাইদার, মুহাম্মদ আলী আহসান, পঙ্গজ কান্তী সরকার।
তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতির মোট ভোটার ৫৪৯ জন বণিক সমিতির সদস্য ৮৯৪ জন।
সদস্যদের মাঝে যারা এক্টিভ ছিলেন তারাই হলেন ভোটার।
এই ভোটার তালিকায় বর্তমান পরিচালনা পরিষদ( ব্যবস্থাপনা কমিটি) সমন্বয়ক পরিষদের ১১ সদস্য ও সংস্কার কমিটির ৫ সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটি যৌথ যাচাই বাচাই ও নিয়ম কানুনের আলোকে ভোটার তালিকার হিসাব অনুমোদন করা হয়েছিলো।
স্বতস্ফুর্ত, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন চলছে তবুও অধিক নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করেছেন।নির্বাচনে নির্বাচিত হলেন যারা……