কক্সবাজারের কুতুবদিয়া ধূরুং বাজারের গ্যাস সিলেন্ডার ব্যবসায়ী যুবক তারেক এর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার(৬জুন) বিকালে ৫টার ধুরুং বাজার চৌ রাস্তার মোড়ে বাজার ব্যবস্হপনা কমিটির সি.সদস্য মো.হোছাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধুরুং স্কুল এন্ড কলেজের অধক্ষ্য মোর্শেদুল আলম,ধুরুং বাজার ব্যবস্হাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাউল আলম সিকদার,ডা:আবুল কালাম,ও রাশেদুল ইসলাম প্রমুখ।
এসময়,মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যারকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, বুধবার (৫ জুন) সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। নিহত ব্যবসায়ী মো. তারেক দক্ষিণ ধূরুং ইউনিয়নের মুছা সিকদার পাড়া মৃত আবু তাহেরের ছেলে।