জয়পুরহাটে বাংলাদেশ ব্যাংকসহ সকল ব্যাংকগুলো সহজ শর্তে গ্রাহকদের মাঝে ঋণ প্রদানে কর্মশালা অনুষ্ঠিত।
শিল্প, কৃষি ও ব্যবসা খাতে উন্নয়ন করতে বাংলাদেশ ব্যাংকসহ সকল ব্যাংকগুলো সহজ শর্তে গ্রাহকদের মাঝে ঋণ প্রদানে (২৯ মে ২০২৪) বুধবার দুপুরে জয়পুরহাটে জাকস ফাউন্ডেশনের জে ক্লাউড কনফারেন্স রুমে সিএমএসএমই উদ্যোগে অর্থায়ন বৃদ্ধি, কাষ্টারের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি ও অর্থায়ন বিষয়ক এক কর্মশালায় অনুষ্ঠিত হয়।
পুবালী ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক মর্তুজ আলী, পুবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ফয়সল আহমেদ, সোনালী ব্যাংক জয়পুরহাট শাখার ডিজিএম মাহবুবুল ইসলাম, জয়পুরহাট পুবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: শরিফুল ইসলাম ও জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
কর্মশালায় জেলার অবস্থিত সকল ব্যাংকের ব্যবস্থাপক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।