বরিশালের পাশের হারে পিরোজপুর শীর্ষে।আর সবার নীচের অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা।
দ্বিতীয় অবস্থান বরিশাল জেলা। তৃতীয় অবস্থান ঝালকাঠি জেলা।
গতবছর সবার শীর্ষে অবস্থান ছিল ভোলা জেলা।
রোববার বেলা পৌনে ১ টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এ বছর গড় পাশের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাশের হার ৯০ দশমিক ৯৭। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাশের হার ৯০ দশমিক ৬৪। তৃতীয় অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাশের হার ৯০ দশমিক ৫২। চতুর্থ অবস্থানে থাকা বরগুনা জেলার পাশের হার ৮৯ দশমিক ৬০। পঞ্চম অবস্থানে থাকা ভোলা জেলার পাশের হার ৮৯ দশমিক ২৭ এবং সবার শেষে ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৮৩ দশমিক ৮০।
অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সবথেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৫ হাজার ২৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৭০২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০৮ জন জিপিএ-৫ পেয়েছে।
এদিকে বরিশাল বোর্ডে এবারে কেউ পাশ করেনি এমন কোন বিদ্যালয় নেই।
ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও ২০২৪ সালে দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে। দাখিল পরীক্ষায় সাধারণ বিভাগে ২৫১ জন ও বিজ্ঞান বিভাগে ১৪৯ জন সর্বমোট ৪০০ জন ছাত্র অংশগ্রহণ করে যাদের মধ্যে ২৪৪ জন (A+), ১৪৫ জন A গ্রেড এবং বাকীরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৯৯.২৫%।