মুন্সীগঞ্জে অটোরিকশা চালক আশরাফুল ইসলামকে হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন।
নিহত আশরাফুল ইসলাম শ্রীনগর থানার ছত্রভোগ গ্রামের বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রুবেল (২৯), মো. রাজেন (২৫), হাসান সেখ (২২) ও আকরাম মোল্লা (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামের অটো চালক আশরাফুল ইসলাম বাঘড়া গ্রামের শাহাদাত হোসেনের ইজি বাইক ভাড়া নিয়ে চালাতেন। তিনি ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ইজি বাইক নিয়ে বের হন। পরে ওই দিন রাত পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় তাকে স্থানীয়রা গলাকাটা অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. রফিকুল ইসলাম (৫৫) বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলে আসামি রাজেনের একটি মোবাইল নম্বর পান। এর সূত্র ধরে বাকি আসামিদের গ্রেপ্তার করে। পরে ৪ জন আসামির তথ্যে পুলিশ আরও ৪ জনকে গ্রেপ্তার করেন এবং অটো বাইকটি উদ্ধার করা হয়। পরবর্তীতে এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।