বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ২ জন সক্রিয় সদস্য গ্রেফতার। 

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ২ জন সক্রিয় সদস্য গ্রেফতার। 
বগুড়া সিপিএসসি র‍্যাব-১২ একটি অভিযানিক  দল গোপন সূত্রের ভিত্তিতে বৈদ্যুতিক মিটার চক্রের সক্রিয় দুজন সদস্যকে গ্রেপ্তার করেছেন। র‍্যাবের পাঠানো এক প্রেস  বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত  ১১ জানুয়ারি ২০২৪ ইং তারিখে বগুড়া জেলার কাহালু থানাধীন নারহট্ট এলাকায় ভিকটিম মোঃ বেলালুর রহমান (৫৯), পিতা- মৃত কেরামত আলী, সাং- কড়ইগকুল, থানা- কাহালু, জেলা- বগুড়ার ডিপ টিউবওয়েলের সাথে থাকা বৈদ্যুতিক মিটার অজ্ঞাতনামা ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়। এর পেক্ষিতে  ভিকটিম বাদি হয়ে বগুড়া জেলার  কাহালু থানায়  গত ২৩ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যাহার নম্বর -১২ এবং  ধারা-২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ রুজু হয়। ভুক্তভোগীদের এরকম অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে অনেক প্রতিবেদনও প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে, র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় ২৩ জানুয়ারি ২০২৪ তারিখ ২১.০০ ঘটিকায় বগুড়া জেলার কাহালু থানাধীন নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চুরি   চক্রের  ২ জন সক্রিয় সদস্য  গ্রেফতার করেন। গ্রেফতারকৃত  আসামীরা হলেন। বগুড়া জেলার কাহালু থানার নহরাপাড়া এলাকার মৃত আ: গাফ্ফার সর্দার ছেলে মো: ওমর ফারুক (২১) একই থানার শিলকহোর দক্ষিণপাড়া এলাকার  মৃত : মোহাম্মদ আলী মন্ডলের ছেলে মো: সাজু মন্ডল (৪০)। এ সময়ে র‍্যাব  সদস্যরা  জানান গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত  ১টি দুই ফিট ১১ ইঞ্চি রড কাটার বড় কটি লোহার কাচি ও মোবাইল নাম্বার সংবলিত ০৬টি চিরকুটসহ তাদের  গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট লিখে রেখে টাকা দাবি করতো। টাকা পেলে বৈদ্যুতিক মিটারের অবস্থান ভিকটিমকে বলে দিত। তারা অত্যন্ত চতুর হওয়ায় অপকর্মের কোন প্রমাণ রাখতো না। এমনকি একটি মোবাইল সীম একজন টার্গেটের ক্ষেত্রে ব্যবহার করতো। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানা, বগুড়ায় সোপর্দ করা হয়। এ বিষয়ে র‍্যাব–১২, বগুড়া সিপিএসসি কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।  র‌্যাব কর্তৃক এ ধরনের পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102