ভোলার বোরহানউদ্দিনে হত্যা মামলার আসামী গ্রেফতার।
ভোলার বোরহানউদ্দিনে হত্যা মামলার ৩ নং এজাহার নামীয় আসামী নুর ইসলাম (৫০)কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
আটক নুর ইসলাম বোরহানউদ্দিন থানার মামলা নং-১০, তারিখ- ১২/০১/২০২৪ইং এর এজাহার নামীয় আসামী। মামলার তদন্তকারী অফিসার এসআই সিজারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পটুয়াখালী জেলা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত নুর ইসলাম বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন বড়পাতা ৫নং ওয়ার্ডের মৃত হাছমত আলীর ছেলে।
তাকে সোমবার ভোলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, হত্যা মামলার আসামী নুর ইসলামকে আদালতে প্রেরন করা হয়েছে। মামলার সকল আসামী গ্রেফতার অভিযান চলমান রয়েছে।