বাগেরহাট সদরের চুলকাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বাগেরহাট সদরের চুলকাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক কারবারি মুরাদ শেখ (২৮) বাগেরহাট সদর উপজেলার সুনগর গ্রামের লুৎফর শেখের পুত্র।
পুলিশ জানায়, রবিবার (২১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অফিসার ইনচার্জ বিকাশ চন্দ্র ঘোষের নেতৃত্ব পুলিশের একটি দল চুলকাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একজন ব্যাক্তিকে একটি ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাবাদের একপর্যায়ে তার কাছে থাকা ব্যাগের ভিতরে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) আছে বলে স্বীকার করেন। পুলিশ ব্যাগের মধ্যে আকাশী রংয়ের পলিথিনে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।
পুলিশের অফিসার ইনচার্জ বিকাশ চন্দ্র ঘোষ বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য জিরো টলারেন্সে নিয়ে আসতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।