জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এক অভিযানে ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহএক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।। আটককৃত হৃদয় সরকার (২২) জয়পুরহাট সদর দাদরা জন্তি গ্রামের মোঃ আঃ আলীমের পুত্র৷ জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের ওসি মোঃ সাহেদ আল মামুনের নেতৃত্বে একটি টিম রবিবার ২১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানাধীন জামালপুর ইউনিয়নের জামালপুর খাঁপাড়া গ্রাম হইতে (পাঁচশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হৃদয় কে আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শাহেদ আল মামুন জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অবৈধ মাদক অস্ত্র উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অভ্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।