বগুড়া আদমদীঘিতে গরু চুরি মামলায় আরো দুইজন গ্রেফতার।
বগুড়ার আদমদীঘিতে গরু ব্যবসায়ীর বাড়ি থেকে চোরাই চার গরু উদ্ধার মামলায় চোরচক্রের আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (১৯
জানুয়ারী) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার
কালাইকুড়ি গ্রামের আফছের তালুকদারের ছেলে এনামুল হক ওরফে মেছের (৪৫) ও একই উপজেলার
ডহরপুর পূর্বপারার এলজাম হোসেনের ছেলে আরমান হোসেন (৩৯)। এ নিয়ে এ মামলায় মোট
৫জনকে গ্রেফতার করা হলো।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত ৫ জানুয়ারী দিবাগত রাতে আদমদীঘি উপজেলার
সালগ্রামের ফিরোজ হোসেনের গোয়াল ঘর থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যের চারটি গরু
চুরি যায়। এরপর আদমদীঘি থানা পুলিশ গত সোমবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার
নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের আব্দুল মান্নানের বাড়ি থেকে ওই চোরাই চার গরু
উদ্ধার করা এবং আব্দুল মান্নানকে গ্রেফতার ও তার দেয়া তথ্যনুসারে তার সহযোগী উপজেলার
মঙ্গলপুর গ্রামের বিরু ও মিজানুর রহমান উকিলকে গ্রেফতার করেন। এদিকে এই গরু চুরি
ঘটনায় জড়িত থাকায় গত শুক্রবার রাতে এনামুল হক ওরফে মেছের ও আরমান হোসেন নামের অপর
দুইজনকে গ্রেফতার করে পরদিন গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারি
উপ পরিদর্শক আছাদুল ইসলাম জানান।