পার্বত্য খাগড়াছড়িতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর।
রোববার (৩১ ডিসেম্বর) রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।
শীতার্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদেরই সন্তান। আপনাদের প্রতি বুক ভরা শ্রদ্ধাবোধ, সম্মান ও ভালবাসা সহমর্মিতা নিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ এখানে এসেছে। আমাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে আমি করি।
তিনি আরো বলেন, মাদক দ্রব্য ব্যবহার ও ব্যবসা, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ সকল প্রকার ফৌজদারি অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, সদর থানা’র অফিসার্স ইনচার্জ তানভীর হাসান ও জেলা ডিআইওয়ান আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।