শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল! জাতীয় দলের ক্রিকেটারদের ইংরেজিতে দক্ষতা উন্নয়নে সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি এর চুক্তি। সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার। অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে নাঃ মির্জা ফখরুল। মানুষ আর ভারতের মিথ্যা গুজব ও দাদাগিরি পছন্দ করে নাঃ আজহারী। আ.লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড। কালিগঞ্জে জাতীয় পর্যায়ে ২০২৩ সালের শাপলা কাপ অ্যাওয়ার্ড পরীক্ষা চলমান। ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামে যুবদল নেতা নিহত। বাগেরহাটে পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

জয়পুরহাট চিনিকলে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই শুরুহয়েছে।

মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, নিজস্ব প্রতিবেদক জয়পুরহাট,
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
জয়পুরহাট চিনিকলে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই শুরুহয়েছে।

দেশের বৃহৎ ভারি শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে আনুষ্ঠানিকভাবে ৬১ তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ডোঙ্গায় আখ নিক্ষেপ  করে  এ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম এনডিসি।

এর আগে চিনিকল চত্ত্বরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ  আখলাছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, রংপুর সুগার মিলের ইনচার্জ মাসুমা আক্তার জাহান,আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিমুদ্দিন,চিনিকল শ্রমিক কর্মচারী  ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট সুগার মিলের মহাব্যবস্থাপক (অর্থ) সেলিম মিয়া,মহাব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাসির উদ্দিন, মহাব্যবস্থাপক (কারখানা) অনিস রঞ্জন বর্মন,  আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, চিনিকল  শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার সহ শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও নানা শ্রেনী পেশার মানুষ।

চিনিকল সূত্রে জানা গেছে, চলতি  মৌসুমে ৩০ হাজার ৩০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  এখান থেকে এবার দুই হাজার ৫০০ মেট্রিক টন  চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে  আখ সঙ্কট রয়েছে।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, গতবারের মতো এবারও মিল গেটে কুইন্টাল প্রতি ৫৫০ টাকা  এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৪০ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার মোবাইল ব্যাংক বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102