দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এর সমর্থনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ঘুগরাকাটী বাজারে হাজার হাজার এলাকাবাসী ব্যারিস্টার নেওযাজ মোরশেদের পথসভায় হাজির হয়ে পথসভা পূর্ণ করে।স্থানীয় সমাজ সেবক মো. আব্দুল মান্নান সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী ব্যািস্টার নেওয়াজ মোরশেদ। এসময় বক্তব্য রাখেন, মাষ্টার মো.মোস্তাফিজুর রহমান বাবলু , মাষ্টার মোক্তার হোসেন সানা, সমাজ সেবক আব্দুল সাত্তার সানা প্রমুখ।
অনুষ্ঠানে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন,সুন্দরবন উপকূলের জনপদ কয়রা-পাইকগাছার মানুষের নিয়ে কাজ করার স্বপ্ন বহু দিনের ।এ জনপদে যারা বিগত দিনে সংসদ সদস্য হয়েছেন তারা এলাকার মানুষের জন্য কাজ না করে ব্যক্তি স্বার্থ প্রাধান্য দিয়ে থাকে,এজন্য এলাকায় উন্নয়ন কম হয়ে থাকে।আমি নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের জন্য কাজ করবো। কয়রা-পাইকগাছা হবে আধুনিক স্মার্ট বাংলাদেশের অংশ।
এর আগে বিকাল ৩ টায় উপজেলার চাঁদ আলী ব্রিজের পাশে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সমাজ সেবক মো. অজির রহমান সানার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ।
উল্লেখ্য,কয়রার বাগালী ইউনিয়নের ঘুঘরাকাটি বাজারে পথসভা শুরু করার পরে নৌকা প্রতীকের সমর্থকরা নোঙ্গর প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের পথসভায় পাশে মিছিল ও জনসমাবেশ করায় পথসভার পরিবেশের বিঘ্ন ঘটে,পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পথসভার কার্যক্রম শুরু হয়।