জনি আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জাতির জন্য ক্রীড়াঙ্গন মানে সকল খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করা শুধু জয়ই হওয়া যায় না প্রতিটি জাতির স্বাস্থ্যের জন্য উপকারী। তারপরও আমরা সুস্বাস্থ্যের কথা একদমই ভাবি না। আর সেজন্যই বেশির ভাগ মানুষই দিন দিন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সেজন্য খেলাধুলার কোন বিকল্প নেই।
এদিকে, চুয়াডাঙ্গা জেলায় পূর্বের ক্রীড়াঙ্গন সমাজকে মনে পড়লে মনে হবে এখন আর ক্রীড়া বলে তেমন কিছুই নেই সমাজে। আগে যে কোন খেলাধুলায় যেমন মানুষকে আগ্রহী হয়ে বিভিন্ন খেলা খেলতে দেখা যেত দর্শকও মাঠে ভিড় করতো আত্মিক টানে। কিন্তু এখন তা আর চোখে পড়ে না।
বর্তমান সমাজের কিশোর-যুবকদেরকে ক্রীড়াঙ্গন থেকে পিছিয়ে আসার একটাই কারণ বিভিন্ন মাদক। আর সেই মাদকে পা দিয়ে আজ সমাজ থেকে বিভিন্ন প্রকার খেলাধুলা উঠে যাচ্ছে সমাজ থেকে। যা সমাজের জন্য একপ্রকার সর্বনাশ। আর সেই সর্বনাশকে ঠেকাতে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নতুন নতুন মুখের প্রয়োজন হেতু আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচন হতে যাচ্ছে।
এ উপলক্ষে আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হুমায়ুন-লাড্ডু-অনিক সমন্বিত ক্রীড়া পরিষদের ২৭ সদস্যের জয়ের লক্ষ্যে পূর্ণ প্যানেলের নমিনেশন পেপার জমা দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় ডেপুটি কালেক্টর (এনডিসি) আমজাদ হোসেন কাছে ওই নমিনেশন পেপার জমা দেয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে নমিনেশন পেপার জমা দেয়ার সময় হুমায়ুন-লাড্ডু-অনিক প্যানেলের সহ-সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদক, অতিঃ সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থিরসহ প্যানেলের সকল সদস্যগণ অফিসের বাহিরে উপস্থিত ছিলেন।