শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে কাঁচি প্রতীকের কর্মীকে মারধরের অভিযোগ।

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
মুন্সীগঞ্জে কাঁচি প্রতীকের কর্মীকে মারধরের অভিযোগ।
মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের দ্বাদশ সংসদ নির্বাচনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের এক কর্মী মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ পিন্টুকে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট মৃণাল কান্তি দাসের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে।
শুক্রবার(২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে মুন্সীগঞ্জের মহাকালী ইউনিয়নের লোহারপুল বাজারের তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থক ফারুক আহমেদ পিন্টুকে মারধর করেছে নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের কর্মীরা এবং প্রকাশ্যে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনা করায় ফারুক আহমেদ পিন্টুকে তিন রাস্তার  মোড়ে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, যেন এই এলাকায় তাকে না দেখে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় ফারুক আহমেদ পিন্টু  এজাহার দায়ের করেছেন ৩ জনের বিরুদ্ধে। তারা হলেন, মধ্য কোর্টগাঁও এলাকার আকতার উজ্জামান রাজীব (৪৭),সাইফুল ইসলাম এলান (৫৫),শিলমন্দি এলাকার শরীফ খালাসী (৫৬)সহ আরও অজ্ঞতনামা ৩ জনের বিরুদ্ধে।
এজাহার সূত্রে জানা যায়, ফারুক আহমেদ পিন্টু বিকেল ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে রওনা হয়। মহাকালী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেপারী ও সাবেক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম খাঁনকে নিয়ে। মুন্সীগঞ্জ সদরে আসার পথে লোহারপুল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছামাত্র স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনা বিষয়কে কেন্দ্র করে আক্রোশ বশত তার পথরোধ করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে থাকে। তার উপর হঠাৎ কিল,ঘুষি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। কালো রংয়ের পিস্তল দেখিয়ে প্রকাশ্যে হুমকি দেন।
মহাকালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বলেন, আমি বাড়িতে ছিলাম ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমরান খান ফোন দিয়ে আমাকে জানান, কাকা এখানে ঘটনা ঘটে গেছে। ফারুক আহমেদ পিন্টু ভাই আসছে আপনার সাথে কাঁচি প্রতীক প্রচারনায় যাবে। নৌকার কর্মীরা মারধর করেছে আপনি তাড়াতাড়ি আসেন। আমি সাথে সাথে রিটার্নিং অফিসারকে ফোন করেছি। ওনি ঢাকায় আছেন বলে জানান। ওনি ওসি সাহেবকে ঘটনাস্থলে ফোন করে পাঠাচ্ছি বলে জানান। এবং ওসি সাহেব ঘটনাস্থলে এসেছেন। চেয়ারম্যান আরও বলেন, আমি আসছি এসে দেখি লোহারপুল বাজারে লোকজন আসা শুরু করছে এবং রাস্তায় মিছিল শুরু করেছে। আমি সবাইকে শান্ত হতে বলি। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। ওসি সাহেব থানায় অভিযোগ দিতে বলেছেন।
মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, ‘আমরা ঘটনা শুনার সাথে সাথে সদর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরপেক্ষ সাক্ষী গ্রহণ করার চেষ্টা করেছেন এবং ওসি সাহেব  আমাকে যা জানিয়েছেন ঘটনার আংশিক সত্যতা পেয়েছে। অভিযোগের মাধ্যমে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102