রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডের অসহায় দুঃস্থ ও হতদরিদ্র পরিবার বাছাই করে বাড়ি বাড়ি গিয়ে সরকারি বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন কাউন্সিলর রুবেল চাকমা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে ৮০ জনকে কম্বল প্রদান করেন রুবেল চামমা। তিনি বলেন বলেন, শীতার্তদের জন্য সরকারের উপহার হিসেবে প্রতি বছরের ন্যায় এবারো পৌরসভার ৮ নং ওয়ার্ডে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল প্রদান করা হয়। তিনি আরো বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এবং পৌর মেয়র জমির হোসেন এর নির্দেশনায় আমি চেষ্টা করেছি সঠিক লোকের হাতে কম্বল গুলো পৌছে দেওয়ার।
কম্বল বিতরণ কালে ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ অসুস্থ রোগীদের খোজ খবর ও ঔষধ কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন কাউন্সিলর রুবেল চাকমা৷