জয়পুরহাট ২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ধানমন্ডি পৌর কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাই উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান ,সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন,ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও আওয়ামীগের নেতৃবৃন্দরা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংসদের হুইপ, সরকারের বিস্তারিত উন্নয়ন সাংবাদিকের তুলে ধরেন ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা চান ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে এবং পরামর্শের উওর দেন সাংবাদিকদের।
এসময় জেলা ও উপজেলার প্রায় ২ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।