জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া কর্তৃক ১৫ বোতল ফেন্সিডিলসহ ০১(এক) জন আসামী প্রেফতার।
জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার কর্মরত এসআই সনজীব ঘোষ ১৯/১২/২০২৩ খ্রিঃ তারিখ সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দৌলতপুর থানাধীন আদাবাড়ীয়া ইউনিয়নের তেকালা সাকিনস্থ জনৈক জাহারুল ইসলাম এর বসত বাড়ীর পিছনে ইটের রাস্তার উপর হতে ১৫ (পঁয়ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ আরিফুল ইসলাম(৩৫) পিতা-মোঃ আবু মুছা শাহ, সাং-তেকালা পশ্চিমপাড়া থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে ধৃত করেন এবং অপর একজন পলাতক আসামী মোঃ নালন হোসেন@লালন(৩০), পিতা মোঃ রহিতুল্লা ইসলাম, সাং-ধর্মদহ, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এ সংক্রান্তে দৌলতপুর থানায় একটি মামলা রুজু হয়।
পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।