বগুড়ায় র্যাবের অভিযানে নাশকতা মামলার আসামি সানিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ১৯ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২’টা ৫’মিনিটে শাজাহানপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: সনি ওরফে সানি (৩২) বগুড়া শাজাহানপুরের বেজোড়া দক্ষনপাড়ার আজিজার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী মামলার ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্ত করা রয়েছে।