নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কামাল আহমেদ (৫২) নামে একজন বিএনপি নেতা নিহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামাল নওগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের রজাকপুর গ্রামের মৃত মমতাজ আহমেদের ছেলে এবং একই ওয়ার্ড বিএনপির নেতা।
জানা গেছে, গত শনিবার (১৮ নভেম্বর) রাত্রি আনুমানিক ৮ টার দিকে টায় নওগাঁ-সান্তাহার সড়কের ইয়াদআলী ও তালপুকুর মাঝামাঝি স্থানে অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেন। তাকে মারাত্মক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ওসি আরো জানান, এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেফতারসহ আইনের আওতায় আনার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।