লেখক :- শাহাদাত ভূঁইয়া
বাবা নামটা কত ছোট
এর মাঝে জমে আছে
হাজার মায়া গুলো।।
বাবা কোথায় তুমি
কোন কোন দূর অজানায়
একা একা বসে আছি
পাশে পাইনা বাবা তোমায়।।
বাবা বাবা ডাকিনা কাউকে
দেখা না তোমায় কোথাও
ওই কবরে শুয়ে আছো
একলা করে আমায়।।
বাবা তোমায় দেখে দূর হতো
আমার সকল কালো আঁধার
নেই তুমি বলে আজ,অন্ধ
কার ছুয়ে রাখছে আমায়।।।
হাজার জনম চাইনে আমি
একটা জনম চাই
সেই জনমে বাবা আমি
তোমায় যেনো পাই।।
তুমি ছিলে এই ধরার
সব চেয়ে আপন
দুঃখের সাথি ছিলে
সারাটি জীবন।।
তুমি যদি পাশে এসে
বসতে আমার
দুঃখ গুলো যেনো
পালাতো আবার।।
তোমাকে দেখার লাগি
মোর অন্তর পড়ে যায়
বাবা তুমি আসবে
কী ফিরে আবার ?
বাবা তুমি চলে গেলে ছেড়ে আমায়
দুচোখ মেলে আজো খুজি তোমায়।
আজো কাঁদি মোনাজাতে
তোমারি জন্যে,জান্নাতে
থেকো তুমি চির সুখে।।
হাজার টি তাঁরার মাঝে
চাঁদটি যে সেরা
আমার কাছে তুমি ছিলে
নাম্বার ওয়ান বাবা।