বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য সুইডেনের ১৫৫ কোটি টাকার মানবিক সহায়তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫৫ কোটি ৪০ লাখ টাকা) মানবিক সহায়তা ঘোষণা করেছে সুইডেন সরকার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় সুইডিশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কী কাজে ব্যয় হবে এই তহবিল?
সুইডেনের এই সহায়তা মূলত:

রোহিঙ্গা শরণার্থীসহ মানবিক সংকটে থাকা জনগণের খাদ্য ও পুষ্টি সহায়তায়,

শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন ব্যবস্থায়,

লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং

জরুরি শিক্ষা ও সেবা কার্যক্রমে ব্যয় করা হবে।

এই তহবিল ব্যবহৃত হবে আটটি অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে। তারা হল:
ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিল, ইসলামিক রিলিফ, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন এবং আন্তর্জাতিক উদ্ধার কমিটি।

সুইডেন কী বলছে?
সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন:

“রোহিঙ্গা শরণার্থীসহ বাংলাদেশের মানবিক প্রয়োজন মেটাতে সুইডেন দৃঢ়ভাবে পাশে রয়েছে, যেমনটি গত সাত বছর ধরে রয়েছে। এ বছর আমরা আমাদের বরাদ্দ বাড়াচ্ছি কারণ কক্সবাজারে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবিরে মানবিক চাহিদা বাড়ছে।”

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা জনগোষ্ঠী ও জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে স্থানীয় এনজিওগুলোকে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102