বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :

কুতুবদিয়ায় ফসলী জমি দখলে নিতে হামলা,আহত-২।

আজিজুল হক(আজিজ)কুতুবদিয়া:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
কুতুবদিয়ায় ফসলী জমি দখলে নিতে হামলা,আহত-২।
কক্সবাজারের কুতুবদিয়ায় ফসলী জমি জবর দখলে নিতে পিতা ও পুত্র ২ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের  লোকজন।
 ২৬ অক্টোবর২০২৩ (বৃহস্পতিবার)  দুপুর ১. ৩০ টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ড পেচাঁর পাড়া গ্রামে  এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন; ওই গ্রামের মরহুম আব্দুল মোতালেব এর  পুত্র মোঃ নুর মোহাম্মদ  (৬০) ও মোঃ নুর মোহাম্মদের পুত্র মেহেদী হাসান (৩০)।
প্রতক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, পশ্চিম আলী ফকির ডেইল শাহাজাহানের পুত্র নেজাম,মিজান ও কামরুল, অলি পাড়ার মোছাদ্দেক এর পুত্র মেহেরাজ, বাদশার পুত্র রিপন সহ অজ্ঞাত আরোও ৩/৪ জন অস্ত্রধারী অতর্কিত এ হামলা  চালায়।
আহত নুর মোহাম্মদের পুত্র কলেজ ছাত্র ওয়াজির জানান, আমার পিতার ক্রয়কিত খতিয়ান ভুক্ত দীর্ঘ দিনের ভোগ দখলীয় ফসলী জমি দখলে নিতে পশ্চিম আলী ফকির ডেইল এর দখলবাজ শাহাজাহান লৌহার রড,দা,চুরি কিরিছ  নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী এনে  অতর্কিত ভাবে আমার পিতা ও ভাই এর উপর হামলা চালায়।
তিনি আরোও বলেন,আমার পিতার  মালিকানাধীন  ১০ শতক ফসলী  জমি দখলে নিতে পূর্বপরিকল্পিতভাবে স্কেবটার নিয়ে মাটি কাটতে আসলে আমার পিতা বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার পিতার উপর হামলা চালায়, খবর পেয়ে বড় ভাই মেহেদী হাসান উদ্ধার করতে গেলে তাকে ও কুপিয়ে জখম করে।
 হামলায় গুরুতর আহত ২ জনকে স্হানীয়রা উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতেদর অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদেরকে কক্সবাজার মেডিকেল হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে কুতুবদিয়া  থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা  জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102