সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন কবির জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে ৯ দিনের মধুমেলা।

আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিবেদক,বেনাপোল।
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন কবির জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে ৯ দিনের মধুমেলা।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপনে এবার কবির জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে বসবে ৯ দিনের মধুমেলা। জন্মদিন উপলক্ষে ২০২৪ সালের ২৫ জানুয়ারি সকালে জেলা শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

 

গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

কবির দুইশত জন্মবার্ষিকী এবং ১ ফেব্রুয়ারী থেকে এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে ১৯ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মাইকেল মধুসূদন ইনস্টিটিউট ময়দানে মেলা আয়োজন করা হবে। দুইশত বছর জন্মবার্ষিকীর গুরুত্ব বিবেচনায় জন্মদিনের সকালে জেলা সদরে বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি অন্যসব উপজেলাতেও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কবির পঞ্চম বংশধর বিখ্যাত টেনিস তারকা নিয়ান্দার পেজকে মেলা অনুষ্ঠানে আনার বিষয়টির প্রতিও গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খানম রেখা, প্রবীণ শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, মধুকবি গবেষক কবি খসরু পারভেজ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102