ঋনের টাকায় শখের মোবাইল কিনেছেন গৌবিন্দ ,আর এই কিস্তি পরিশোধ না করায় ছেলেকে বকাঝকা করেছিলেন মা, একারণে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে ,রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দইল্যে টিলা আশ্রয়ণ প্রকল্পে ৩৭ নম্বর
বসতঘরে। ঝুলন্ত অবস্থায় সঞ্জয় মহাজন প্রকাশ গৌবিন্দ নামে ২০ বছর বয়সী এই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করতে পারে । গৌবিন্দ ওই আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী তপন মহাজনের ছেলে।