বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘোষণাপত্র ফলপ্রসূ করতে আরও আলোচনার সিদ্ধান্তঃ আসিফ নজরুল। পুনর্বিবেচনা করা হচ্ছে নিত্যপণ্যে ভ্যাটের বিষয়টিঃ অর্থ উপদেষ্টা। পিরোজপুরে বাসচাপায় নিহত ২, আহত ১। মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ। উচ্চ আদালতের নির্দেশে গুইমারা’র ২ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। আবারো মিথ্যা ও হয়রাণীমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন কৃষিবিদ শামীমুর রহমান। পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর খেলোয়ার ড্রাফস সম্পন্ন।

নোয়াখালীতে পেশাদার চালকদের কর্মশালায় বক্তারা ৫০ পার্সেন্ট ড্রাইভার ঠিকমত চোখে দেখেন না।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
নোয়াখালীতে পেশাদার চালকদের কর্মশালায় বক্তারা
৫০ পার্সেন্ট ড্রাইভার ঠিকমত চোখে দেখেন না।
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর সোনাপুর বিআরটিসি বাস ডিপোতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) নোয়াখালী সার্কেল এ কর্মসূচির আয়োজন করে।
কর্মশালায় পেশাদার চালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু , রক্তচাপ, গ্গকোমিটারের মাধ্যমে Random Blood Sugar (RBS) এর পরীক্ষা করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বিআরটিএ নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানীর সভাপতিত্বে ও বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়ের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা: মো.সোহরাব হোসেন প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় পেশাজীবী চালকদের প্রসঙ্গ টেনে সিভিল সার্জনের প্রতিনিধি ডা:মো.সোহরাব হোসেন বলেন,আমরা চেম্বারে প্র্যাকটিস করলে ওখানে ১০জন রোগী পেলে আমরা ২জনের প্রেশার বেশি পাই বা ডায়াবেটিস পাই। চোখে সমস্যা দেখি ১০জনের মধ্যে ২জন বা ৩জন। খুবই দুঃখজনক  মাঠ পর্যায়ে ক্যাম্পেইন করার সময় প্রথম দিন আমরা ২৫-২৬জনের পরীক্ষা থেকে ৮-১০জনের হাই প্রেশার পাই, কিন্ত ঊনারা জানেন না। ২২ ডায়াবেটিস নিয়ে একজন ড্রাইভার কুমিল্লা থেকে নোয়াখালী আসছে।
তিনি আরো বলেন, আর ৫০ পার্সেন্ট ড্রাইভার আছে যারা ঠিকমত চোখে দেখেন না। তাদের চোখে অনেক কম পাওয়ার। তাদেরকে জিজ্ঞাসা করলাম কিভাবে যান। বলে আমিতো দেখি। ঊনি যেটা দেখে, ঊনি ভাবে সবাই এটাই দেখে, এটা নরমাল। ঊনি যে লেভেলে ঝাপসা-ঝাপসা দেখে ঊনি ভাবে আমরাও এ রকমই দেখি। এটাই ঊনার কাছে নরমাল। কারণ ঊনি জানেনা,ক্রটি কোথায়।  এজন্য আমরা যাদের চোখে সমস্যা দেখেছি তাদেরকে বলেছি এখানে আসার জন্য।  আমরা ঊনাদেরকে প্রেসক্রাইব করে দেব। ঊনি শুধু চশমা বানাবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102