শার্শা থেকে যুক্ত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে গতকাল সোমবার সকাল ১০ টা ৩০মিঃএ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০ টি উন্নয়ন প্রকল্প ও পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী-খাল-জলাশয়ের উদ্বোধন এবং নতুন অনুমোদিত ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান, এডিশনাল ডিআইজি জয়দেব চেীধুরী, যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগর সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর মেয়র হাজি নাসির উদ্দিন. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।