ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের পর মুন্সীগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে সুপার মার্কেট হয়ে আবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ সময় সমাবেশে ফিলিস্তিনের পতাকা, ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক কেফিয়্যে, বিভিন্ন স্লোগান ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর’, ‘লাব্বাইক লাব্বাইক, লাব্বাইক ইয়া আকসা’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘ফিলিস্তিন মুক্তি পাক-ইসরায়েল নিপাত যাক’ ‘ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এসময় বক্তব্য রাখেন,ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইব্রারাহীম খলিল, ইসলামী যুব আন্দোলনের সহ সভাপতি হাবিবুর রহমান বিক্রমপুরী, ইসলামী আন্দোলনের কার্যকারী সদস্য সোহরাব হোসেন ফারুকী, জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক তামিম ইসলাম প্রমুখ।