অমৃত জ্যোতি, সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বি পি এম এর নির্দেশনায়, মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সচেষ্ট ভুমিকা রেখে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করতে মধ্যনগর থেকে ঢাকায় দু দিন অবস্থানে কঠোর পরিশ্রমের পর আসামী গ্রেফতারে সক্ষম হয় মধ্যনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মধ্যনগর থানার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা গ্রামের মৃত জহুরুল ইসলাম @ ফালু মিয়ার পুত্র দেলুয়ার হোসেন অরফে দিলদার (৪০) গতকাল, মধ্যনগর থানাপুলিশের বিশেষ দলের অভিযানে সাইদনগর নামক স্থানে লুক্কায়িত ভাবে নিজের পরিবার নিয়ে, জীবিকা নির্বাহ করা দিলদার কে চায়ের দোকান থেকে গ্রেফতার করে রাতে মধ্যনগর থানায় আনা হয়েছে।
মধ্যনগর থানার তথ্য অনুযায়ী নরসিংদীর শিবপুর থানায় ১০বছর পুর্বের দায়েরকৃত মাদক মামলা যার নং১৯(৭)১০ অনুযায়ী ভাটারা থানার ডি এম পি অন্তর্গত চা বিক্রি করে ১০ বছর যাবৎ গাঢাকা দিয়ে পলাতক রয়েছে। ২বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ২মাসের কারাদন্ডে দন্ডিত আসামী পলাতক আসামী সে।
আজ ২৬/৮/২০ উচ্চ আদালতে সোপর্দ করা হয়েছে।
এএসবিডি/আরএইচএস