পুনম শাহরীয়ার ঋতু ,ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা কুমারবাইদ নামক এলাকায় সোমবার দুপুরে জমির
বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে কমপক্ষে ৫জন আহত হয়েছে। এঘটনায় আহত ছানোয়ার
হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, কারুল সুরিচালা এলাকার ছানোয়ার হোসেন ও তার বড় আব্দুল জব্বার ওই এলাকার পৈর্তকসুত্রে প্রাপ্ত জমি মাপঝোক করতে যান। এখবর পেয়ে জমি দখলকারী ভুমিদস্যু রফিফুল
ইসলাম, আব্দুল করিমসহ ১০-১২ জনের একদল ক্যাডার দারালো অস্ত্র ও লাঠিশোটা নিয়ে হঠাৎ হামলা চালায়। এসময় হামলাকারীদের বাধা দিলে হামলাকারীরা দারালো দা দিয়ে ছানোয়ার হোসেন নামের একজনকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা চেষ্টা করে। এসময় ছানোয়ার হোসেন মাটিতে লুটে পড়লে তার সাথে থাকা বড় ভাইসহ অন্যরা এগিয়ে আসলে তাদের উপর হামলা করে। এতে ছানোয়ার হোসেন গ্রুপের ৪জন আহত হয়েছে। আহতরা হলো ছানোয়ার হোসেন(৩৫),তার বড় ভাই আব্দুল জব্বার(৫০), সোনামিয়া (৬০), মুক্তার হোসেন( ৩১)। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে দুইপক্ষকে বুঝিয়ে পুরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ছানোয়ার হোসেন জানান, ওই এলাকায় আমাদের পৈতৃকভাবে প্রাপ্ত সাত শতাংশ জমিতে
মাপঝোক করতে গেলে ওই জমি রফিক ও আব্দুল করিমরা দাবী করে। পরে দারালো অস্ত্র দিয়ে আমাদের উপর সন্ত্রাসী হামলা করেন।
এসআই মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।এ ব্যাপারে একপক্ষের অভিযোগ পাওয়া গেছে।
ঋতু/আএসবিডি