টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।(২ অক্টোবর) সোমবার বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহী উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু । ভূঞাপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়া, সুজন পৌর শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম, সুজন ভূঞাপুর শাখার সহ-সভাপতি সাংবাদিক আখতার হোসেন খান, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হাসান সরোয়ার লাভলু, টাঙ্গাইল জেলা সেবক সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সুজনের সম্পাদক ও শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত। মানববন্ধনে বক্তারা মহাত্মা গান্ধীর অহিংস নীতিকে ধারণ করে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।