বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আলামিন খান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আলামিন খান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট পৌরসভার নিজের জমির গাছ কাটার সময় বাধা দিতে গেলে শ্রমিক লীগ নেতা ও কাউন্সিলরের হাতে সাংবাদিক হামলার শিকার হন।
বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা খান আবু বক্কার সাংবাদিক আলামিন খান সুমন কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করে। খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা সেখানে গেলে তাদের সামনে সাংবাদিক সুমনকে কাউন্সিলর খান আবু বক্কার হত্যার হুমকি দেয়।
এই ঘটনায় সাংবাদিক সুমন বাগেরহাট সদর মডেল থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য আল আমীন খানের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানিয়েছেন বাগেরহাট প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।